শিরোনাম :
তিনটি বইয়ের জন্য ‘বিশেষ সাহিত্য পুরস্কার’ পেলেন বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে একযোগে কাজ করতে হবে ‘বাংলাদেশের অনেক অর্জনের মধ্যে একটি অর্থনৈতিক উন্নয়ন’ যমুনা নদীতে গোসল করতে নেমে ২ ভাইয়ের মৃত্যু একসঙ্গে ৩৬টি উপগ্রহ পাঠালো ইসরো নির্বাচনকে সামনে রেখে কদর বাড়ছে বিদেশি কূটনীতিকদের ফের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, মৃত্যু ১৯ দেশের মানুষ আর কোনো অপশক্তিকে ক্ষমতায় চায় না: শিক্ষামন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র খালার জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেল ২ ভাইয়ের রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের জাকাত ফান্ডের টাকা ৭ মাসে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক বেড়েছে দেড় কোটি আগের ২ শর্তেই মুক্তির মেয়াদ বাড়ল খালেদা জিয়ার গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম অব্যাহত থাকবে : ফখরুল সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ বাংলাদেশি নিহত

ওমানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়

  • শনিবার, ৯ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: প্রস্তুতি ম্যাচে স্বাগতিক ওমান ‘এ’ দলের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ একাদশ দল। বাংলাদেশের করা ২০৭ রানের বিপরীতে তারা করতে পেরেছে ১৪৭ রান। ফলে ৬০ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ওমান দল। মোহাম্মদ নাঈমের ৬৩, লিটন দাসের ৫৩ ও নুরুল হাসানের অপরাজিত ৪৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের ইনিংস দাঁড়ায় ২০৭ রানের। হারায় মাত্র ৪টি উইকেট।

মাত্র ১৫ বলে ৭ ছক্কায় ৪৯ রান করেন নুরুল হাসান সোহান। ৫৩ বলে ৬৩ রান করেন মোহাম্মদ নাঈম এবং ৩৩ বলে ৫৩ রান করেন লিটন দাস। এছাড়া সৌম্য সরকার ৮, আফিফ হোসাইন ৬ এবং শামিম হোসেন করেন অপরাজিত ১৯ রান।

জবাব খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিক ওমান। নাসুম আহমেদ আর শেখ মেহেদির ঘূর্ণিতে ফিরে যায় দুই ওপেনর অক্ষয় প্যাটেল এবং প্রুত্থিকুমার মাচ্চি।

ওয়ান ডাউনে নামা শোয়াইব খান মেটামুটি প্রতিরোধ গড়েন। ৩৯ বলে তিনি খেলেন ৪৩ রানের ইনিংস।

বাকি ব্যাটসম্যানরা ছিলেন কেবল আসা-যাওয়ার মিছিলে। শেষ মুহূর্তে রাফিউল্লাহ ১৪ বলে করেন ৩১ রান। রউফ আতাউল্লাহ করেন ১৯ রান, মেহরান খান করেন ১৯ রান।

শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ওমান ‘এ’ সংগ্রহ করে ১৪৭ রান। তাদের পরাজয় বরাবর ৬০ রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে কৃপণ ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৪ ভারে ১৭ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। পেসার শরিফুল ইসলাম ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট।

১টি করে উইকেট নেন নাসুম আহমেদ, শেখ মেহেদী ও আফিফ হোসেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শেষ মুহূর্তে নুরুল হাসান সোহানের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ দাঁড় করায় ২০৭ রানের সংগ্রহ।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved