শিরোনাম :
সূচকের সাথে বেড়েছে লেনদেনও দ্বিতীয় দিনের শুরুতেই প্রার্থিতা ফিরে পেলেন যারা মহাখালীর বিস্ফোরণে অগ্নিদগ্ধ মৃতের সংখ্যা বেড়ে ৩ তপশিল স্থগিত চেয়ে রিট খারিজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪ গাজার বিপর্যয়কর স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি অসম্ভব : বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিশ্বব্যাপী আজ ধর্মঘটের ডাক পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা কমে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কর্ণফুলীতে সারবোঝাই জাহাজডুবি নিপাহ ভাইরাস নিয়ে ভয়ংকর তথ্য, খেঁজুরের রস খাওয়ায় নিষেধাজ্ঞা ভারত থেকে আসছে ৫২ হাজার টন পেঁয়াজ গাজায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত পিরোজপুরের পুলিশ সুপারকে প্রত্যাহার সাতসকালেই ‘বিপজ্জনক’ ঢাকার বাতাস

এবার বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম

  • সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা : বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাল দিলাম। এর মধ্যে ষড়যন্ত্র বন্ধ করতে হবে, সহিংসতা বন্ধ করতে হবে। এর মধ্যে বিএনপি সঠিক পথে না আসলে আমরা অপরাজনীতির কালো হাত ভেঙে দিব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে

বিএনপিকে সন্ত্রাস নৈরাজ্য পরিহার করতে এই ৩৬ দিনের আল্টিমেটাম দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আগুন নিয়ে আসলে পুড়িয়ে দেয়া হবে অস্ত্র নিয়ে আসলে ভেঙে দেয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির জন্য ৩৬ ঘন্টার আল্টিমেটাম দেয় কোন মুখে তারা তো ৩৬ মিনিটের একটি আন্দোলনও করতে পারেনি।

কাদের বলেন, বিএনপির কোমর ভেঙে হাটু সব ভেঙে গেছে গোলাপ বাগের কর্মসূচির পর। বিএনপির সকল আন্দোলন সমাবেশ বৃথা হয়ে গেছে। এখন বিএনপি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞের উপর ভর করেছে। অথচ বিএনপির নেতাই নিষেধাজ্ঞায় পড়ে লন্ডনে পড়ে আছে।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে না আসলে বিএনপি খেলার আগেই হেরে যাবেন। নির্বাচন ছাড়া নাশকতা করে জনগণের অশান্তি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ আর পাবে না বিএনপি।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণ ছাড়া করো নিষেধাজ্ঞার পরোয়া করে না। কারো খবরদারিতে এদেশের গণতন্ত্র চলবে না। বাংলাদেশ স্বাধীন করা হয়েছে কারণ নিষেধাজ্ঞাকে ভয় করার জন্য নয়। কারো নিষেধাজ্ঞাকে নয় আওয়ামী লীগ পরোয়া করে জনগণকে।

তিনি আরো বলেন, নির্বাচন যথা সময়ে সংবিধান অনুযায়ী হবে, এদেশের জনগণ শেখ হাসিনা ছাড়া কাউকেই মেনে নেবে না।

দেশের মানুষকে সংকটে হতাশ না হবার আহবান জানিয়ে তিনি বলেন, শীঘ্রই সব সংকট কেটে যাবে। দেশের সকল দৃশ্যমান উন্নয়ন একমাত্র শেখ হাসিনা ছাড়া সম্ভব নয়।

এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

 

 

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved