শিরোনাম :
‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘ইসরায়েলে কোনো জাহাজ যেতে দেব না’, হুথির হুঁশিয়ারি বিশ্ব মানবাধিকার দিবস আজ সাঁকো থেকে পড়ে তরুণের মৃত্যু নিউজিল্যান্ডের কাছে হেরে সিরিজ ড্র করল টাইগাররা ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই প্রার্থিতা ফিরে পেতে ও বাতিলে ইসিতে ৫৬১ আপিল ‘আ.লীগের লুটপাট-দুর্নীতির কারণে দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি’ গাজায় যুদ্ধবিরতি চায় শতাধিক দেশ মেক্সিকোতে সন্ত্রাসী-গ্রামবাসীর সংঘর্ষে ১১ জন নিহত জনগণ সরকারের নির্বাচনী নাটক রুখে দিবে : সেলিমা রহমান ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা মতিঝিল ও রামপুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, বৈশ্বিক সমস্যা: দুদক চেয়ারম্যান ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না’

এক যুগ একই পদে দুই প্রভাবশালী নির্বাহী প্রকৌশলী

  • সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) থেকে গত পাঁচ বছরে পাঁচজন প্রধান প্রকৌশলী অবসরে গেছেন। কিন্তু এই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের দুই প্রভাবশালী ও ‘করিতকর্মা’ নির্বাহী প্রকৌশলীকে কেউ বদলি করতে পারছে না। তাদের বদলির উদ্যোগ নিলে প্রধান প্রকৌশলীর চাকরি ‘গেল-গেল’ অবস্থা হয়।

ওই দুই প্রকৌশলীর সঙ্গে পাল্লা দিয়ে সমস্তর ও নীচের স্তরের আরো কয়েকজন প্রকৌশলী ও কর্মকর্তা ১০/১২ বছর ধরেই একই স্টেশনে চাকরি করছেন। একই সিন্ডিকেটের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে প্রধান কার্যালয় নিয়ন্ত্রণ করায় প্রতিষ্ঠানটির ‘চেইন অব কাঠামো’ ভেঙ্গে পড়ার উপক্রম হচ্ছে বলে প্রকৌশলীরা জানিয়েছেন। তারাই সংস্থার সব ধরনের দরপত্র, দরপত্র পূর্ণ মূল্যায়ন ও সংশোধন এবং বদলি, পদোন্নতি, পদায়ন ও কেনাকাটাসহ সব কিছুই নিয়ন্ত্রণ করছেন।

ঢাকার বাইরে কর্মরত একজন প্রভাবশালী নির্বাহী প্রকৌশলী এই প্রতিবেদককে জানান, দুইজন নির্বাহী প্রকৌশলীর সিন্ডিকেটের কব্জায় আটকে রয়েছে ইইডি। তারা সরকারের দুই প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে প্রতিষ্ঠানটিকে দুর্নীতির ঘাটিতে পরিণত করেছেন। ইইডির সুনাম রক্ষায় অবিলম্বে ওই দুই নির্বাহী প্রকৌশলীকে বদলি করতে হবে। তাদের অপকর্মের কারণে সিনিয়র ও মেধাবী প্রকৌশলীদের বছরের পর বছর মাঠ পর্যায়ে চাকরি করতে হচ্ছে।

ওই কর্মকর্তা আরও বলেন, তাদের পরামর্শেই ঢাকার ১২/১৩টি প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণের জন্য সরকারি দলের কয়েকজন ঠিকাদারকে অগ্রিম টাকা দেওয়া হয়েছিল। কিন্তু ঠিকাদারদের নিকট থেকে কাজ আদায়ে তারা কোনো সহযোগিতা করেননি। এজন্য ঠিকাদাররা কিছুটা গাফিলতি করেছেন। অথচ এর জন্য দায়ভার অন্য প্রকৌশলীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।

ইইডি সূত্রে জানা গেছে, সংস্থাটির প্রায় অর্ধেক কাজই নির্বাহী প্রকৌশলী আবুল হাসেম সরদার ও মীর মুয়াজ্জেন হোসেনের কব্জায় রয়েছে। তাদের মধ্যে আবুল হাসেম সরদার ২০১৪ সালের ৯ ডিসেম্বর থেকে প্রধান কার্যালয়ে কর্মরত রয়েছেন। ২০টি প্রকল্পের দায়িত্বের পাশাপাশি ইইডির সকল (৩৫টি) গাড়ির তদারকির দায়িত্বে আছেন।

আর মীর মুয়াজ্জেম হোসেন ২০১৪ সালের ৬ জুলাই থেকে ইইডির প্রধান কার্যালয়ে কর্মরত আছেন। তিনি ২০ থেকে ২৫টি প্রকল্পের দায়িত্বে আছেন। এই দুই কর্মকর্তার বিরুদ্ধে মাঠ পর্যায়ের দরপত্র ‘অনুমোদন’ এর ক্ষেত্রে আগাম দুই শতাংশ টাকা নেয়ার অভিযোগ রয়েছে।

এই দুই প্রভাবশালী প্রকৌশলী ছাড়াও নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীন প্রায় ৯ বছর, ডিপ্লোমা প্রকৌশল সমিতির সাধারণ সম্পাদক জাফর আলী সিকদার ঘুরে ফিরে ১২ বছর, সহকারি প্রকৌশলী সুমী দেবী ৮ বছর, প্রশাসনিক কর্মকর্তা লোকমান হোসেন প্রায় ১০ বছর, পরিচালক (অর্থ ও প্রশাসন) রাহেদ হোসেন প্রায় ৫ বছর ধরেই একই স্টেশনে পদায়ন রয়েছেন। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী, একই জায়গায় তিন বছরের বেশি থাকার সুযোগ নেই।

এদিকে ইইডির অপর এক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থার প্রধান কার্যালয়ের ‘ড্রয়িং ও ডিজাইন’ তৈরির নামে এক ঠিকাদারের কাছ থেকে একটি গাড়ি ঘুষ হিসেবে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি ইইডির প্রায় সব প্রকৌশলীর মুখে মুখেই আলোচনা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, যারা দীর্ঘদিন একই পদে বহাল রয়েছেন তাদের বিষয়ে মন্ত্রণালয় নোট পাঠানো হবে। এ বিষয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, যে দুইজনের কথা বলা হচ্ছে তারা আমি দায়িত্ব নেওয়ার অনেক আগের। প্রকল্প পরিচালক হিসেবে বা পিডি হিসেবে আমাদের প্রকল্প গুলো করতে হয়। সেইগুলোতে ওনারা ইনভলব (জড়িত)। একটা প্রকল্পে তারা ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। এ রকম কিছু বিষয় থাকে। সরকারের বিধান আছে বদলি করতে চাইলে যেকোনো বদলি করে দেওয়া যাবে। কিন্তু বদলি করে আরেকজন কর্মকর্তা আসলে কাজটার ক্ষেত্রে একটু ব্যাঘাত ঘটে। ‌এ রকম কিছু বিষয় থাকে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved