আন্তর্জাতিক ডেস্ক : গোটা দেশ জুড়ে এখনও দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। তবে কিছু এলাকায় সংক্রমণের তীব্রতা ধীরে ধীরে কমছে। এনিয়ে স্বস্তিও ফিরছে। তবে এসবের মধ্যেই করোনার তৃতীয় ঢেউকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এসবের মধ্যেই গোটা দেশ জুড়ে টিকাকরণ চলছে পুরোদমে। করোনা থেকে বাঁচার অন্যতম মাধ্যম এই টিকাকরণ। এদিকে শুক্রবার সেই দৈনিক টিকাকরণে কার্যত রেকর্ড গড়ল ভারত।
এনিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘রেকর্ড টিকাকরণ আজ। এক কোটি ছুঁল। স্মরণীয় দিন। যাঁরা টিকা নিচ্ছেন তাঁদেরকেও শুভেচ্ছা। যাঁরা এই টিকাকরণকে সফলতার জায়গায় নিয়ে গিয়েছেন তাঁদেরকেও প্রশংসা করছি।’
প্রসঙ্গত এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ঐতিহাসিক ৯০ লক্ষ টিকাকরণের গণ্ডি স্পর্শ করেছে ভারত। এই সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এবার ভারত দৈনিক টিকাকরণের নিরিখে এক কোটির গন্ডিকেও ছুঁয়ে ফেলল। পরিসংখ্যান বলছে এর আগে দেশ একই দিনে এত বিপুল সংখ্যক মানুষকে টিকা দিতে পারেনি। তবে এদিনের এই সংখ্যাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভারত যে কোভিড যুদ্ধে জয়ের দিকে ক্রমশ এগোচ্ছে তা নিয়ে আশাবাদী অনেকেই। প্রধানমন্ত্রী এদিন নাগরিকদের পাশাপাশি টিকাকরণের সঙ্গে যুক্ত সকলকে প্রশংসা করেছেন।