শিরোনাম :
সূচকের সাথে বেড়েছে লেনদেনও দ্বিতীয় দিনের শুরুতেই প্রার্থিতা ফিরে পেলেন যারা মহাখালীর বিস্ফোরণে অগ্নিদগ্ধ মৃতের সংখ্যা বেড়ে ৩ তপশিল স্থগিত চেয়ে রিট খারিজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪ গাজার বিপর্যয়কর স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি অসম্ভব : বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিশ্বব্যাপী আজ ধর্মঘটের ডাক পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা কমে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কর্ণফুলীতে সারবোঝাই জাহাজডুবি নিপাহ ভাইরাস নিয়ে ভয়ংকর তথ্য, খেঁজুরের রস খাওয়ায় নিষেধাজ্ঞা ভারত থেকে আসছে ৫২ হাজার টন পেঁয়াজ গাজায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত পিরোজপুরের পুলিশ সুপারকে প্রত্যাহার সাতসকালেই ‘বিপজ্জনক’ ঢাকার বাতাস

একদিনে টিকা পেলেন ৯ লাখ ৭৭ হাজার ৪৪৮ মানুষ

  • মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

ঢাকা : করোনার সংক্রমণ রোধে দেশে প্রথম, দ্বিতীয় ও বুস্টার (তৃতীয়) ডোজ মিলে একদিনে টিকা পেয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ৪৪৮ জন। তাদের মধ্যে টিকার প্রথম ডোজই নিয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৯৬২ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৭ হাজার ১১০ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৪২ হাজার ৩৭৬ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সবশেষ সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবমিলিয়ে দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৮৫ লাখ ৬৩ হাজার ৪৪৮ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৮২ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬৮০ জন।

এদিকে, দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত টিকা পেয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭০ হাজার জন। দ্বিতীয় ডোজ নিয়েছে ১ কোটি ৬১ লাখ ৪৫ হাজার ৩৮৯ জন।

এছাড়াও ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছে ৭৬ লাখ ৭৭ হাজার ৬৮৪ জন, দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে ৬৩ হাজার ৬৪৭ জন। এরমধ্যে গত একদিনে প্রথম ডোজ নিয়েছে ৮ লাখ ৯৪ হাজার ৯১০ জন শিশু, আর দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে ২১ হাজার ৩৪৩ জন শিশু।

 

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved