আন্তর্জাতিক ডেস্ক : প্রতিনিয়ত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে প্রতিপক্ষে নিজেদের শক্তি সম্পর্কে জানান দেয় উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার একের পর এক পারমাণবিক পরীক্ষায় ক্ষেপেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। আর একটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের উপমন্ত্রীরা। বুধবার (২৬ অক্টোবর) এক ত্রিদেশীয় বৈঠক শেষে এ হুঁশিয়ারি জানানো হয়।
জানা গেছে, এ পর্যন্ত ছয় দফা পরমাণু পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তারা সবশেষ পরমাণু অস্ত্র ছুড়েছিলো ২০১৭ সালে। একের পর এক পারমাণবিক অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষায় ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। তাই উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা থামাতে টোকিওতে বিশেষ এক বৈঠকে যোগ দেন এ তিন দেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের উপমন্ত্রীরা। বৈঠকে উত্তর কোরিয়ার সঙ্গে কোনো শর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত- এমন দাবি করেন ওয়াশিংটনের প্রতিনিধি।
এদিকে, সবশেষ উত্তর ও দক্ষিণ কোরিয়া বলেছে, তারা তাদের পশ্চিম উপকূলের একটি বিতর্কিত এলাকার কাছে সতর্কীকরণ গুলি বিনিময় করেছে। এটি কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনার সর্বশেষ দফা।
উল্লেখ্য, উত্তর কোরিয়া এ বছর নজিরবিহীন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় উত্তেজনা বেড়েছে। এছাড়াও উদ্বেগ রয়েছে যে, শীঘ্রই উত্তর কোরিয়া ২০০৬ সালের পর থেকে সপ্তম পারমাণবিক পরীক্ষা চালাতে পারে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দক্ষিণ কোরিয়া সামরিক শক্তির প্রদর্শন বাড়িয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে পিছিয়ে যাওয়া যৌথ প্রতিরক্ষা মহড়া বাড়িয়েছে।