ঢাকা : রাজধানীর উত্তরায় একটি বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে দাবি করেছে পুলিশ। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা হলেন- হাবিবুল্লাহ ও শিহাব। তারা দুজনে বায়িং হাউজে চাকরি করেন। একজনের বাড়ি ঢাকা আরেকজনের বরিশালে।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরার পশ্চিম থানা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ সেই বাসা ঘেরাও করে অভিযান চালায়। এসময় বাসায় থাকা দুই যুবককে আটক করা হয়।
বিষয়টি শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিন।
তিনি জানান, ওই বাসায় তারাই থাকতেন। দুপুরে হঠাৎ করে বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা থানায় খবর দেন। পরে পুলিশ যায় ওই বাসায়। পরে তাদেরকে আটক করা হয়।
ওসি আরও জানান, তারা ককটেল বানাচ্ছিলো নাকি সেখানে আগে থেকে রাখা ছিল তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।