শিরোনাম :
মামলা-নির্যাতন করেও এই ফ্যাসিবাদী সরকারের শেষ রক্ষা হবে না: টুকু হত্যা মামলায় বাবা-ছেলেসহ এক পরিবারের ৭ জনের যাবজ্জীবন ভিসা নীতি বিএনপির ওপর চাপ তৈরি করেছে : তথ্যমন্ত্রী দেশে হাসপাতালে ভর্তি আরও ৭২ ডেঙ্গু রোগী জাতিসংঘে নিরাপত্তা বাহিনী নিয়োগে বাংলাদেশ শীর্ষে : পররাষ্ট্রমন্ত্রী প্রতি রাতে ক্ষুধা নিয়ে ঘুমান প্রায় ৮৩ কোটি মানুষ: এফএও নিপুণ রায়ের তিন মাসের আগাম জামিন বিএনপিকে চাপে রাখার কৌশল থেকে সরবে না আওয়ামী লীগ ‘ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ-শান্তিপূর্ণ বিশ্ব উপহার দেব’ তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ‘শান্তিরক্ষা মিশনে মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশি সদস্যরা’ ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত ৯ম-১০ম শ্রেণি: রেজিস্ট্রেশন শুরু ১ জুন সৌদি পৌঁছেছেন সাড়ে ২৯ হাজার হজযাত্রী স্ত্রীকে গলা কেটে খুন, ৬ বছর পর গ্রেপ্তার স্বামী

ঈশানকে আমি খাওয়াচ্ছি, ওজন কমানোর প্রশ্নই ওঠে না: নুসরাত

  • বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা : টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান মা হয়েছেন মাত্র সপ্তাহ দুয়েক আগে। নতুন দায়িত্ব রাতের ঘুম উড়িয়েছে তাঁর। কিন্তু এত ব্যস্ততার মধ্যেই দক্ষিণ কলকাতার একটি স্যালোঁর উদ্বোধন করতে সেখানে উপস্থিত হয়েছিলেন নুসরাত। মা হওয়ার পর এই প্রথম বার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তিনি।

নুসরাত কেমন আছেন প্রশ্ন করা হলে তিনি বলেন, “সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য। আমি ভাল আছি।” সন্তান জন্ম দেওয়ার পর অতিরিক্ত মেদ ঝরাতে বিশেষ কোনও ডায়েট মেনে চলছেন কি না, সেই বিষয়েও জানতে চাওয়া হয়। সাংসদ-তারকা জানান, ছেলে ঈশানকে তিনি স্তন্যপান করাচ্ছেন। তাই নিজের খাওয়াদাওয়ার ক্ষেত্রে কোনও ত্রুটি রাখছেন না তিনি।

অন্তঃসত্ত্বা থাকাকালীন নিজেকে নিয়ে খুব বেশি কথা বলেননি নুসরাত। ইনস্টাগ্রামে শুধু ইঙ্গিতপূর্ণ কথা ভেসে উঠত মাঝেমধ্যে। তবে মা হওয়ার পর সন্তানকে নিয়ে কোনও দ্বিধা ছাড়াই কথা বললেন তিনি। জানালেন, ইতিমধ্যেই ঈশান অনেকগুলো ডাক নাম পেয়েছে।

ভালবেসে সকলেই নিজের পছন্দ মতো নাম দিয়েছেন একরত্তিকে। তবে নুসরাত ছেলেকে ঈশান নামেই ডাকেন। আপাতত তাঁকে সামলাতে রাতের ঘুম উড়েছে। নতুন দায়িত্বের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন একটু একটু করে। তাই আপাতত ছোট ছোট কাজেই মন দেবেন তিনি। তারপর আবার শুরু করবেন ছবির শ্যুটিং।

মা হওয়ার পর নায়িকাদের চেহারা নিয়ে কটাক্ষ নতুন বিষয় নয়। সন্তান জন্ম দেওয়ার পর ওজন বেড়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়েরও। কুমন্তব্যের শিকার হয়েছিলেন তিনি। নতুন মাতৃত্বের কারণে চেহারা পরিবর্তন স্বাভাবিক বলে মনে করেন নুসরাত। তিনি বলেন, “এ সব ভাবলে মাতৃত্বের অনুভূতিটাই উপভোগ করা যাবে না। তাই আমার শরীরের সঙ্গে কী হচ্ছে, চুল বা ত্বকের সঙ্গে কী হচ্ছে, সেটা না ভেবে এই অনুভূতিটাকে উপভোগ করা উচিত।”

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved