ঢাকা রাজারবাগ দরবার শরীফে ১২ই রবিউল আওয়াল উপলক্ষে বেশ কিছু কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) দেশব্যাপী বিশেষ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজারবাগ দরবার শরীফে বিশেষ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালিত হয়। শতাধিক সু-সজ্জিত গাড়িতে রাজধানীর রাস্তায় বিশেষ র্যালির আয়োজন করে ঢাকা রাজারবাগ দরবার শরীফ।
এছাড়াও ঢাকা রাজারবাগ দরবার শরীফের উদ্যোগে বিশেষ ওয়াজ ও দোয়ার মাহফিল, প্রিয় নবীজির জীবনী নিয়ে রচিত বই প্রদর্শনী, সুন্নতি দ্রব্যের প্রদর্শনী, দেশ-বিদেশে একযোগে কোটি কোটি মিলাদ শরীফ মাহফিল, জনগণের মাঝে ৬৩ হাজার তাবারকের প্যাকেট বিতরণ করা হয়।
মুসলিম উম্মাহ’র প্রিয় নবীজির আকিক্বা হিসেবে বড় গরু ও মহিষ জবাই করে রাজারবাগ দরবার শরীফ। এছাড়াও ১২ই রবিউল আউয়াল বা সাইয়্যিদুল আইয়াদ শরীফ উপলক্ষে ৬৩ দিনব্যাপী মাহফিল চলমান আছে রাজারবাগ দরবার শরীফে।