ঢাকা: প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ই-কমার্সভিত্তিক অনলাইন টিকেটিং এজেন্সি ‘টুয়েন্টিফোর টিকেটি ডটকম লিমিটেড’ এর পরিচালক মো. রাকিবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (৫ অক্টোবর) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রবিবার (৩ অক্টোবর) রাজধানীর উত্তরার পশ্চিম থানায় মুসা মিয়া সাগর নামে এক ভুক্তভোগী ডিজিটাল নিরাপত্তা আইনে হাসানকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন, ‘টুয়েন্টিফোর টিকেটি ডটকম’ এর মালিক মো. আব্দুর রাজ্জাক, সাবেক সিইও প্রদ্যোত বরণ চৌধুরী, মো. আসাদুল ইসলাম, এম. মিজানুর রহমান সোহেল এবং রাজ্জাকের বোন মোসা. নাসরিন সুলতানা। এছাড়া মামলায় আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির একটি বিশেষ দল চুয়াডাঙ্গার সদর এলাকায় অভিযান পরিচালনা করে হাসানকে গ্রেফতার করে।
এর আগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। পরে প্রযুক্তির সহযোগিতা নিয়ে অবস্থান নিশ্চিত হয়ে হাসানকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে
২০১৯ সালের মে মাসে যাত্রা শুরু করে টুয়েন্টিফোর টিকেটি ডটকম (www.24tkt.com)। রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এএইচএম শফিকুজ্জামান।
তখন প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা বিডি টুরিস্টের সহযোগী প্রতিষ্ঠান। বিডি টুরিস্টেরও মালিকানায় রয়েছেন টিকেটির আব্দুর রাজ্জাক।
জানা গেছে, কোম্পানিটি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অনলাইনে টিকিট দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও অনেককেই তারা টিকিট না দিয়ে টাকা আত্মসাৎ করেছে। এ কারণে অনেকের বিদেশ যাত্রা বাতিল হয়েছে।