শিরোনাম :
ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ : কাদের এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৯শ ছাড়াল বাংলাদেশে ভিসানীতিতে যুক্ত হবে গণমাধ্যমও : পিটার হাস শুধু আমেরিকা নয়, দেশের মানুষও আ.লীগ সরকারকে স্যাংশন দিয়েছে: ফখরুল ‘নির্বাচন ঘিরে সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি’ খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই বহন করতে হবে: যুবদল সভাপতি সূচকের সাথে কমেছে লেনদেনও ৩ সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু ‘আদালতের অনুমতি ছাড়া বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়’ কোনো একটি নীতি নিয়ে পুলকিত হওয়ার কোনো কারণ নেই: তথ্যমন্ত্রী মার্কিন ভিসা নিষেধাজ্ঞা: দেশজুড়ে তোলপাড় ‘প্রেসক্রিপশন পয়েন্টে অভিযানের নেপথ্যে মন্ত্রীর ছেলে’ এলপিজির দাম বেশি নিলে প্রয়োজনে লাইসেন্স বাতিল খালেদা জিয়াকে বিদেশে নিতে নতুন আবেদন চাওয়া অমানবিক চমক আসছে গণপরিবহনে

ইসলামে ফেরার দুই বছর পর সোশ্যাল মিডিয়ায় জায়রা

  • রবিবার, ১০ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : বহুল জনপ্রিয় সিনেমা ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’-এর মতো বেশকিছু সিনেমায় দুর্দান্ত অভিনয় করে অল্প সময়ে সবার নজর কেড়েছিলেন বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম। কিন্তু ফারহান আখতার এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় অভিনয়ের পর থেকে তাকে আর বিনোদন জগতে দেখা যায়নি। হঠাৎ করেই বলিউডকে বিদায় জানান জায়রা ওয়াসিম।

সেই বিদায়ের দুই বছর পর গত মঙ্গলবার (৫ অক্টোবর) সোস্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন জায়রা। যদিও সেখানে তার মুখ দেখা যায়নি। ছবিতে দেখা গেছে একটি ব্রিজে কালো বোরখা পরে দাঁড়িয়ে আছেন জায়রা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দ্য ওয়ার্ম অক্টোবর সান’।

ধর্মের টানে মাত্র ১৮ বছর বয়সেই অভিনয় জীবনের ইতি টেনেছিলেন জায়রা ওয়াসিম। ২০১৯ সালের ৩০ জুন সবাইকে অবাক করে দিয়েই ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’- এর অভিনেত্রী জায়রা ঘোষণা করেন গ্ল্যামার দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে পুরোপুরি ইসলামে মনোনিবেশ করছেন তিনি।

তার অভিনিত শেষ সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তি পাওয়ার আগেই বলিউডকে বিদায় জানিয়েছেন জায়রা। ওই সময় সামাজিক মাধ্যমে জায়রা লিখেছিলেন, ‍‍“আমি বুঝতে পেরেছি আমি বহুদিন ধরেই অন্য একজন হয়ে ওঠার চেষ্টা করছিলাম। এখন আমি বুঝতে পারছি, যদিও আমি এখানে সুন্দরভাবে ফিট হতে পারব, কিন্তু এটা আমার জন্য নয়’।

জায়রা লিখেছিলেন, ‘ক্রমাগত এই কাজ আমাকে আমার ধর্মবিশ্বাস থেকে দূরে ঠেলে দিচ্ছে। এত ছোট জীবনে এই বিশাল লড়াই আমি লড়তে পারব না। তাই এ সিদ্ধান্ত নিলাম।’

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved