শিরোনাম :
‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘ইসরায়েলে কোনো জাহাজ যেতে দেব না’, হুথির হুঁশিয়ারি বিশ্ব মানবাধিকার দিবস আজ সাঁকো থেকে পড়ে তরুণের মৃত্যু নিউজিল্যান্ডের কাছে হেরে সিরিজ ড্র করল টাইগাররা ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই প্রার্থিতা ফিরে পেতে ও বাতিলে ইসিতে ৫৬১ আপিল ‘আ.লীগের লুটপাট-দুর্নীতির কারণে দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি’ গাজায় যুদ্ধবিরতি চায় শতাধিক দেশ মেক্সিকোতে সন্ত্রাসী-গ্রামবাসীর সংঘর্ষে ১১ জন নিহত জনগণ সরকারের নির্বাচনী নাটক রুখে দিবে : সেলিমা রহমান ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা মতিঝিল ও রামপুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, বৈশ্বিক সমস্যা: দুদক চেয়ারম্যান ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না’

ইন্টারের কাছে প্লজেনের হারে বার্সার বিদায়

  • বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখকে ঘরের মাঠে আতিথেয়রা দেওয়ার আগে বার্সেলোনার নজর ছিল ইন্টার-প্লজেন ম্যাচে। কেননা এই ম্যাচে ইন্টার মিলান জিতলেই যে চ্যাম্পিয়নস লিগ থেকে টানা দ্বিতীয়বার বিদায় নিশ্চিত হতো কাতালান ক্লাবটির। হলোও তাই। বার্সাকে উদ্ধার করতে পারলো না ভিক্টোরিয়া প্লজেন।

বুধবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে ইন্টারের বিপক্ষে ৪-০ গোলের হারে প্লজেন নিজেরা তো বিদায় নিয়েছেই, সঙ্গে বার্সার বিদায়ও নিশ্চিত হয়েছে।

ন্যু ক্যাম্পে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেই মূলত কপাল পোড়ে বার্সেলোনা। দলটির বিপক্ষে প্রথম দেখায় হার এবং ফিরতি দেখায় ড্রয়ের পর শেষ ষোলতে উঠতে অনেক যদি-কিন্তুর সামনে পড়েছিল বার্সা। যার মধ্যে প্রথমটি ছিল প্লজেনের বিপক্ষে ইন্টারকে পয়েন্ট খোয়াতেই হবে। তা না হলে পয়েন্ট সমান হলেও হেড-টু-হেডে পিছিয়ে থাকায় বার্সাকে বাদ পড়তে হতো গ্রুপ পর্ব থেকে।

তবে প্লজেন বার্সাকে কোনো সাহায্যই করতে পারেনি। উল্টো সান সিরোতে হালি হজম করেছে। তাই হাতে থাকা শেষ দুই ম্যাচ জিতলেও বার্সার পরের পর্বে ওঠার আর কোনো রাস্তা খোলা নেই। উল্টো পাঁচ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলল ইন্টার। মিলানের ক্লাবটির সামনে সুযোগ আছে গ্রুপ ‘সি’র শীর্ষে থেকে পরের রাউন্ডে ওঠার। সে জন্য বায়ার্নকে বার্সার কাছে হারতে হবে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বায়ার্নের বিপক্ষে জিততে হবে ইন্টারকে।

সান সিরোয় গ্রুপ অব ডেথের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে শুরুতে দাপট দেখায় প্লজেন। তবে অগোছালো আক্রমণের কারণে ইন্টার গোলমুখে কোনো আক্রমণ করতে পারছিল না অতিথিরা। উল্টো পাল্টা আক্রমণে ৩৫ মিনিটে গোল পেয়ে যায় ইন্টার। আলেহান্দ্রো বাস্তোনির ক্রস থেকে হেডে গোলটি করেন হেনরিখ মিখিটারিয়ান। বিরতির আগে ইন্টারের হয়ে গোল করেন এডিন জেকোও। এবার ফেদেরিকো ডিমার্কোর ক্রস থেকে ট্যাপ ইনে ব্যবধান বাড়ান এই স্ট্রাইকার।

ইন্টার দ্বিতীয়ার্ধেও করে আরও দুটি গোল। দলের পক্ষে তৃতীয় গোলটি করেন সেই জেকো। ৬৬ মিনিটে লাওতারো মার্টিনেজের পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই বসনিয়ান তারকা। আর ৮৭ মিনিটে বদলি নামা রোমেলো লুকাকু প্লজেনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন হোয়াকিন কোরেয়ার সঙ্গে দারুণ বল দেওয়া-নেওয়া করে বাঁ বায়ের শটে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved