শিরোনাম :
ইতিহাস গড়ে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ চাঁদাবাজ ও মাস্তানদের গ্রেপ্তারে ইসির নির্দেশ একদিনে ১৭ হাজার কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক বিএনপির অফিসে তালা ঝুলিয়ে সরকার নির্বাচনের নামে তামাশার উৎসব করছে: ডা. ইরান ২৪ ঘণ্টায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত প্রশাসনে রদবদল ইসির নজিরবিহীন হাস্যরসোদ্দীপক নাটিকা: রিজভী যুবদলের মিছিলে বোমা নিক্ষেপের অভিযোগ ৩৭ দিনে সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন বছর শেষে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে সূচক বাড়লেও কমেছে লেনদেন অবরোধ সফলে সেগুনবাগিচায় যুবদলের বিক্ষোভ ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী নিহত বিএনপি না এলেও নির্বাচন একতরফা নয়, লড়াই হবে ২৯ দলের: কাদের স্টেশন ছেড়ে গন্তব্যে পৌছাতে পারবে না নির্বাচনী ট্রেন : ১২ দলীয় জোট ‘১০ ডিসেম্বর সমাবেশ করতে আ.লীগকে ইসির অনুমতি নিতে হবে’

ইতিহাসে প্রথমবার ১০০ কোটি ক্লাবে পাকিস্তানি সিনেমা

  • রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক: হট ফ্যান্টাসি অ্যাকশন পাকিস্তানি সিনেমা দ্য লিজেন্ড অফ মওলা জাট ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে। মুক্তির মাত্র দ্বিতীয় সপ্তাহে দেশটির সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে উঠেছে। পাকিস্তানের ইতিহাসে প্রথমবার বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। যুক্তরাষ্ট্রের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত এটি পাকিস্তানি মুদ্রায় ১১৫ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে দেশের অভ্যন্তরে ৩৩ কোটি ও দেশের বাইরে অন্যান্য মার্কেট থেকে আয় করেছে ৮২ কোটি রুপি। সিনেমাটি যুক্তরাজ্যে বুধবার পর্যন্ত ৮ লাখ ৬৬ লাখ করেছে। যা যুক্তরাজ্যে সর্বকালের সর্বোচ্চ আয়কারী পাঞ্জাবি চলচ্চিত্র।

যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহ শেষে ৭ লাখ ২৮ হাজার এবং গত রোববার পর্যন্ত কানাডায় আয় করেছে ৫ লাখ ২৫ হাজার রুপি। সিনেমাটির মধ্য সপ্তাহের পারফরম্যান্সও শক্তিশালী হয়েছে, বিশেষ করে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়াতে। দ্য লিজেন্ড অফ মওলা জাট সিনেমাটি ১৯৭৮ সালে মুক্তি পাওয়া পাকিস্তানের পাঞ্জাবি ক্ল্যাসিক্যাল মওলা জাট -এর নতুন সংস্করণ।

মওলা জাটকে অনুসরণ করে নির্মিত দ্য লিজেন্ড অফ মওলা জাট- এর গল্প অতীতে অত্যাচারিত একজন ফাইটারের। সত্য, সম্মান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মহাকাব্যিক এই গল্পে যিনি পাঞ্জাবে সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা নুরি নাটের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান।

গত ১৩ অক্টোবর মুক্তির পর থেকে বেশ সাড়া ফেলেছে দ্য লিজেন্ড অফ মওলা জাট। সিনেমাটিকে গেম অফ থ্রোনস-এর সঙ্গে তুলনা করা হয়েছে। এদিকে সিনেমাটি ১০০ কোটির ক্লাবে পৌঁছানোর উদযাপন করছেন কলাকুশলীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সেই খুশির সংবাদ। নাসির আদিব ও বিলাল লাশারির যৌথভাবে লেখা দ্য লিজেন্ড অফ মওলা জাট পরিচালনা করেছেন বিলাল লাশারি।

এতে প্রধান সব চরিত্রের অভিনয় করেছেন ফাওয়াদ খান, হামজা আলি আব্বাসি, হুমাইমা মালিক এবং মাহিরা খান।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved