আন্তর্জাতিক ডেস্ক: ইতালির মিলানে একটি ফাঁকা অফিস ব্লকে বেসামরিক একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা মোট ৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। মিলানের লিনাতে বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পর বিমানটির যাওয়ার কথা ছিল সারদিনিয়া দ্বীপে। কিন্তু উড্ডয়নের পর পরই তা ওই ভবনের ওপর বিধ্বস্ত হয়।
এর পাইলট ছিলেন ৬৮ বছর বয়সী রোমানিয়ার বিলিয়নিয়ার ড্যান পেট্রেস্কু। ইতালির মিডিয়া বলছে, স্ত্রী ও ছেলে সহ তিনি মারা গেছেন। বিমানটি ভবনের ওপর বিধ্বস্ত হলে সেখানে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এতে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়।
তবে এ ঘটনায় কেউ আহত হননি। কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার তথ্য তালাশে তদন্ত শুরু হয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, এক ইঞ্জিনবিশিষ্ট পিলাটাস পিসি-১২ বিমানটি ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার আগেই তাতে আগুন ধরে গিয়েছিল। স্থানীয় গুসেপে নামে এক ব্যক্তি বলেছেন, আমার মাথার ওপর বিমানটির শব্দ শুনতে পেলাম।
মনে হলো এর ইঞ্জিন বিকল হয়ে গেছে। এরপর বিকট এক বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। আমাদের বাসার জানালাগুলো থর থর করে কাঁপতে লাগলো। তাই জানালা খুলে দিলাম। দেখলাম ঘন কালো ধোয়া আকাশে উঠে যাচ্ছে। উল্লেখ্য, পেট্রেস্কু হলেন একজন প্রপার্টি ডেভেলপার। তিনি রোমানিয়ার ধনীদের অন্যতম।