স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ইজরায়েলের ক্লাব মাকাবি হাইফা। আর উয়েফার শ্রেষ্ঠত্বের দৌড়ে প্রথম ম্যাচেই লিওনেল মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপ্পের দল পিএসজির সামনে ইজরায়েলের ক্লাবটি।
অনুমিতভাবেই পিএসজির বিপক্ষে মাঠে নেমেই ৩-১ গোল ব্যবধানের হার দেখে মাকাবি হাইফা। ইজরায়েলের ক্লাবটির বিপক্ষে গোল পেয়েছেন ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির সেরা তিন তারকাই, মেসি-নেইমার-এমবাপ্পে।
যদিও ইজরায়েলের ক্লাবটির বিপক্ষে জয় পেতে বেশ কষ্টই করতে হয়েছে পিএসজি। ইজরায়েলের মাঠ সামি অফার স্টেডিয়ামে ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে বেশ ভালোই লড়েছে মাকাবি হাইফা। দুই দলের মধ্যে পিএসজি ৫৭ শতাংশ বল দখল নিয়ে এগিয়ে ছিল। এছাড়াও ম্যাচে ১৬ আক্রমণের সঙ্গে ৬টি গোলমুখে শট রেখেছিল ফরাসি চ্যাম্পিয়নরা। মাকাবিও ম্যাচে ১৩টি আক্রমণ করে ৫টি গোলমুখে শট নেয়।
এদিন শুরুতে পিএসজি টানা দুই আক্রমণ করলে এর বিপরীতে উল্টো চাপ বাড়িয়ে দেয় মাকাবি। চাপের মধ্যে থাকা পিএসজি এদিন প্রথমে গোল হজমও করে বসে। ম্যাচের ২৪তম মিনিটে টারোন চেরির গোলে এগিয়ে যায় মাকাবি।
এরপর পিএসজিকে ম্যাচে ফেরান আর্জেন্টাইন সুপারস্টার মেসি। ম্যাচের ৩৭তম মিনিটে এমবাপ্পের শট প্রতিপক্ষের ফুটবলারদের গায়ে লেগে বল পেয়ে যান মেসি। সেখান থেকে বল জালে জড়িয়ে পিএসজিকে সমতায় ফেরাতে কোনো ভুল করেননি এই সুপারস্টার। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগের মঞ্চে ভিন্ন ৩৯টি দলের বিপক্ষে গোল করলেন মেসি।
এরপর ম্যাচের ৬৯তম মিনিটে প্রথমবারের মতো এগিয়ে যায় পিএসজি। মেসির অ্যাসিস্ট থেকে গোল করা ফরাসি ক্লাবটিকে এগিয়ে দেন এমবাপ্পে। ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগে মাকাবি হাইফার জালে শেষ পেরেক ঠুকে দেন পিএসজির ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার।
খেলার ৮৮তম মিনিটে মার্কো ভেরাত্তির পাস থেকে বল জালে জড়ান নেইমার। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে জায়গা করে নিয়েছে পিএসজি। এদিকে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে সমান ৬ পয়েন্ট নিয়ে গ্রুপটিতে দুইয়ে আছে বেনফিকা।