আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির যে চুক্তি হয়েছে তার মেয়াদ আরও বাড়াতে চায় জাতিসংঘ।
জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় গত ২২ জুলাই হওয়া ওই চুক্তিটির মেয়াদ আগামী নভেম্বরে শেষ হয়ে যাবে।
প্রথম দফায় ১২০ দিনের জন্য এ চুক্তি করা হয়েছিল। জাতিসংঘ এর মেয়াদ বাড়িয়ে এক বছর করতে চাইছে।
জাতিসংঘের মুখপাত্র শুক্রবার চুক্তিতে আবদ্ধ দেশগুলোর প্রতি এ আহ্বান জানিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টেফেন দুজারিক বলেন, আমরা বিশ্ববাসী খাদ্যের অনিশ্চয়তা দূর করতে চাই।
এ জন্য কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির মেয়াদ আরও বাড়াতে কাজ করছে জাতিসংঘ।
এ চুক্তির আওতায় এ পর্যন্ত ২৬০ জাহাজ ইউক্রেন থেকে ৬০ লাখ টনেরও বেশি খাদ্যশস্য রপ্তানি করেছে।
খবর আনাদোলু