শিরোনাম :
এক কলে জানা যাবে পাসপোর্ট-ভিসার সব তথ্য নিষ্ক্রিয়তার দায় ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি প্রথম আলোর সেই সাংবাদিক কাশিমপুর কারাগারে এই সরকারের হাতে কোন মানুষ নিরাপদ নয় : যুবদল সভাপতি স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়: তথ্যমন্ত্রী তিন মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৫৬ সাংবাদিক : আসক দুই হেলিকপ্টার বিধ্বস্তেও ঘটনায় ৯ মার্কিন সেনা নিহত যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : শিক্ষামন্ত্রী মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান খাবারের বিনিময়ে উত্তর কোরিয়ার অস্ত্র চায় রাশিয়া: যুক্তরাষ্ট্র ভারতে পাচারের সময় ৪০ হাজার ডলার জব্দ মধ্যপ্রদেশে মন্দিরে কূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চালু হলো মেট্রোরেলের সব স্টেশন জাল নোট চেনার সহজ উপায় ফের বাড়ছে ব্রয়লার মুরগির দাম

আল-নাসেরে প্রথম গোলের দেখা রোনালদোর

  • শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক: সৌদি প্রো লিগে প্রথম পেনাল্টিতে গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে আল-নাসর।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) আল-ফাতেহ’র বিপক্ষে আল-নাসেরের হয়ে ম্যাচে ২-২ গোলের সমতায় নিয়ে মাঠ ছেড়েছে রোনালদোরা।

গত বছরে ক্লাব কিংবা জাতীয় দল-ক্রিস্টিয়ানো রোনালদোর সময়টা ভালো যাচ্ছিল না কোথাও। সুদিনের আশায় পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। তবে দুঃসময় যেন পিছু ছাড়ছে না পর্তুগিজ তারকার। রেকর্ড পারিশ্রমিকে আল-নাসরে নাম লেখানোর পর সৌদি অলস্টারের হয়ে প্রীতি ম্যাচে অবশ্য চেনা রোনালদোকেই দেখেছে বিশ্ব।

লিওনেল মেসি, এমবাপ্পেদের পিএসজির বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত হেরে গেলেও জোড়া গোলে ভক্তদের হৃদয় ছুঁয়েছিলেন ক্রিস্টিয়ানো। হয়েছিলেন ম্যাচসেরাও। তবে এরপরের গল্পটা যেন সেই ওল্ড ট্রাফোর্ড কিংবা পর্তুগিজ জার্সিতে কাতার বিশ্বকাপেরই প্রতিচ্ছবি।

সৌদি ক্লাব আল-নাসরের হয়ে অভিষেক ম্যাচে ইত্তিফাকের সঙ্গে দল ১-০ গোলের জয় পেলেও তিনি ছিলেন নিষ্প্রভ। উদ্দীপ্ত রোনালদোকে দেখা যায়নি সৌদি সুপার কাপের সেমিফাইনালেও।

এর আগে ৩-১ গোলে আল-ইত্তিহাদের বিপক্ষে সে ম্যাচে হারের পর, সমালোচনা হয়েছিল রোনালদোকে নিয়ে। কারণ সে ম্যাচে কয়েকটি সুযোগ নষ্ট করেন তিনি।

সমালোচনা পর্তুগিজ তারকার পিছু নিয়েছিল আল-ফাতেহ’র বিপক্ষে লিগ ম্যাচেও। তবে ভাগ্য সহায় হওয়ায় ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে গোলের দেখা পেয়েছেন তিনি।

ম্যাচ শুরুর ১২ মিনিটেই পিছিয়ে পড়েছিল আল-নাসর। গোল করে ফাতেহকে লিড এনে দিয়েছিলেন স্প্যানিশ ফরোয়ার্ড ক্রিস্টিয়ান তেলো। পুরো ম্যাচে আক্রমণে আধিপত্য দেখানো নাসর ৪২ মিনিটে তালিসকার গোলে সমতায় ফেরে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে গোল করতে সহায়তা করেন আইভোরিয়ান লেফট ব্যাক কোনান।

বিরতির পর সোফিয়ানে বেনদেবকার গোলে আবারও পিছিয়ে পড়ে নাসর। ম্যাচের নির্ধারিত সময় পার হলেও তারা আর সমতায় ফিরতে পারেনি। অবশেষে যোগ করা সময়ে দলকে হারের লজ্জা থেকে বাঁচান রোনালদো। পেনাল্টি থেকে সফল স্পটকিকে তিনি সমতায় ফেরান দলকে। আর তার সঙ্গে আল-নাসরের হয়ে প্রথম গোলের দেখাও পেয়ে যান পর্তুগিজ তারকা।

জয় না পেলেও, ড্রয়ের ফলে এক পয়েন্ট নিয়ে ফের লিগের শীর্ষস্থান দখলে নেয় আল-নাসর। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। ১৬ ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে নেমে গেছে আল-শাবাব।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved