ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশে যেতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ইমিগ্রেশন আটকিয়ে দেয়। মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত সহকারী জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহিদ হাসান বলেন, উন্নত চিকিৎসার জন্য সহধর্মিণীসহ আরো একজন সহকারীকে নিয়ে ভারত যেতে শুক্রবার সকাল পৌনে ৯টায় বিমানবন্দর যান আলাল। বিদেশ যেতে প্রয়োজনীয় সকল কাগজ এমনকি উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও সকাল থেকে তাকে ইমিগ্রেশনে আটকে দেয়া হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আলালকে ইমিগ্রেশনে আটকে রাখা হয়েছে জানিয়ে তার সঙ্গে থাকা সহকারী জানান, আলাল ভাই দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। তার কিডনীতে টিউমার ধরা পড়েছে। এখন চিকিৎসকদের পরামর্শেই উন্নত চিকিৎসায় ভারত যাওয়ার পথে দুই ঘন্টা ধরে ইমিগ্রেশনে আটকে রাখা হয়েছে। উপরের নির্দেশ রয়েছে বলে ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন।
উল্লেখ্য, কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বর্তমানে তিনি কিডনি রোগে অসুস্থ। যার অংশ হিসেবে তিনি উন্নত চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন।