স্পোর্টস ডেস্ক : কেরালায় প্রথম ১৫ বলেই ম্যাচের চিত্রনাট্য তৈরি হয়েছে। ভারতের দুই পেসার চাহারের ৯ বলের পাশে আর্শদ্বীপের ৬ বলে এলোমেলো হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
ওই ১৫ বলে স্কোরশিটে ৯ রান উঠতে ৫ উইকেট হারিয়ে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকাকে ২০ বল হাতে রেখে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত।
প্রথম ওভারের শেষ বলে বাভুমাকে (০) বোল্ড আউটে ফিরিয়ে দিয়ে চাহার যে গর্জন দিয়েছেন, তাতে কেঁপে উঠেছে দক্ষিণ আফ্রিকা। পরের ওভারে আর্শদ্বীপ ডি কক (১), রাইলি রুশো (০) এবং ডেভিড মিলারকে (০) ফিরিয়ে দিয়েছেন।
ব্যাটিং পাওয়ার প্লে-তে আর্শদ্বীপ (৩-০-১৫-৩), চাহার (৩-০-১৫-২)-এর প্রথম স্পেলটাই দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জিং স্কোরে বাধা হয়ে দাঁড়িয়েছে। দুই স্পিনার অশ্বিন (৪-০-৮-১) ও আসকার প্যাটেল (৪-০-১৬-১) বাকি কাজটা সেরেছেন। তাতেই দক্ষিণ আফ্রিকা থেমেছে ১০৬/৮-এ। ৬ষ্ঠ উইকেট জুটির ৩৩ এ্ং ৮ম জুটির ৩৩ রানে তিন অঙ্কের নাগাল পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কেশব মহারাজ এদিন একাই লড়েছেন (৩৫ বলে ৫ চার, ২ ছক্কায় ৪১)। তাকে সঙ্গ দিতে চেষ্টা করেছেন মার্করাম (২৪ বলে ২৫), পার্নেল (৩৭ বলে ২৪)।
১০৭ রানের চ্যালেঞ্জে ভারতের শুরুটাও ছিল শঙ্কার। স্কোরশিটে ১৭ উঠতে রোহিত (০) এবং কোহলি (৩) ফিরে গেলে লোকেশ রাহুল এবং ইনফর্ম সূর্যকুমার দায়িত্বটা কাঁধে নেন। এই পার্টনারশিপের ৬৭ বলে অবিচ্ছিন্ন ৯৩ রানে সহজ জয়ে সিরিজ শুরু করতে পেরেছে ভারত। সূর্যকুমার ৩৩ বলে ৫ চার, ৩ ছক্কায় হাফ সেঞ্চুরি উদযাপন করেছেন (৫০*)। অধিনায়ক লোকেশ রাহুল সামছিকে ছক্কার চুমোয় উইনিং রান এবং ফিফটি পূর্ণ করেছেন (৫৬ বলে ২ চার, ৪ ছক্কায় ৫১*)।
দক্ষিণ আফ্রিকা : ১০৬/৮ (২০.০ ওভারে)
ভারত : ১১০/২ (১৬.৪ ওভারে)
ফল : ভারত ৮ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : আর্শদ্বীপ সিং (ভারত)।