আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার জরুরি বৈঠকে বসার কথা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্যের। পাকিস্তানের সরকারি প্রচার মাধ্যম রেডিও পাকিস্তানকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডন।
এতে বলা হয়, ফ্রান্স এবং বৃটেন ওই বৈঠকে একটি প্রস্তাবনা উত্থাপন করবে। যারা আফগানিস্তান ত্যাগ করতে চান তাদের জন্য কাবুলে একটি নিরাপদ জোন স্থাপন করাই থাকবে এই প্রস্তাবের মূলে। এ ছাড়া আফগানিস্তানে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রস্তাব থাকবে এতে।
সূত্র অনুযায়ী, আফগানিস্তান সম্পর্কিত ভবিষ্যত কৌশল নিয়ে আলোচনার জন্য বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক আহ্বান করেছে যুক্তরাষ্ট্র। রেডিও পাকিস্তান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের শেষ দিন।
এ উপলক্ষে আফগানিস্তান নিয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র। এতে যোগ দেবেন কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, বৃটেন, তুরস্ক, কাতার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোর প্রতিনিধিরা।