শিরোনাম :
স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়: তথ্যমন্ত্রী তিন মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৫৬ সাংবাদিক : আসক দুই হেলিকপ্টার বিধ্বস্তেও ঘটনায় ৯ মার্কিন সেনা নিহত যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : শিক্ষামন্ত্রী মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান খাবারের বিনিময়ে উত্তর কোরিয়ার অস্ত্র চায় রাশিয়া: যুক্তরাষ্ট্র ভারতে পাচারের সময় ৪০ হাজার ডলার জব্দ মধ্যপ্রদেশে মন্দিরে কূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চালু হলো মেট্রোরেলের সব স্টেশন জাল নোট চেনার সহজ উপায় ফের বাড়ছে ব্রয়লার মুরগির দাম রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৪ গভীর রাতে বাড়ি ফিরেছে রাজধানীতে নিখোঁজ চার বান্ধবী বিশ্বজুড়ে করোনায় আরও ৪৮৫ জনের মৃত্যু, কমেছে শনাক্ত পর্ন তারকার মুখ বন্ধ রাখতে অর্থপ্রদানের মামলায় ট্রাম্প অভিযুক্ত

‘আসছে বছর আবার হবে’

  • রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। একের পর এক ঘটনায় আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই নায়িকা। এক ঘটনা শেষ হতে না হতেই আরেক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়া নুসরাতের নিত্যনৈমিত্তিক ঘটনা!

দশমীর দিন (১৫ অক্টোবর) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন নুসরাত। সেখানে দেখা যায়, চুলে খোঁপা করে তাতে ফুল গুজে রাখছেন নায়িকা। লাল শাড়ির সঙ্গে মিলিয়ে কপালে ছোট্ট লাল টিপ পরছেন। সিঁথিতে সিঁদুর, সঙ্গে মানানসই জুয়েলারি সাজে বাড়তি মাত্রা যোগ করেছে। সেই ভিডিও পোস্টের ক্যাপশনে লিখেছেন- আসছে বছর আবার হবে।

ব্যাস, শুরু হয়ে গেল কটাক্ষ। নেটিজেনরা কমেন্ট বক্সে নুসরাতকে উদ্দেশ্য করে লিখতে থাকেন নানান কটূ মন্তব্য। মিমি মাইতি নামের এক নেটিজেন লিখেছেন, ‘আসছে বছর আবার বিয়ে হবে!’

জুবায়ের নামের আরেক নেটিজেন লিখেছেন, ‘ছি ছি ছি! আপনার লজ্জা করে না একজন মুসলিম হয়ে হিন্দু ভাইয়ের ধর্ম নিয়ে খেলতে। আপনি তো দুই ধর্মকেই অপমান করছেন।’

আরেক নেটিজেন আমিনা মল্লিক লিখেছেন, ‘মুসলিম নামে কলঙ্ক।’

এর আগে গেল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ছিল নবমী। এদিন গাঢ় ফিরোজা রঙের শাড়ির সঙ্গে মানানসই গহনা পরেছিলেন নুসরাত। দুই ভ্রুর মাঝে শোভা পাচ্ছিল লাল রঙের টিপ। এসব ছাড়াও লাস্যময়ী নুসরাত হাতে পরেছিলেন শাঁখা-পলা। দুর্গাপূজা উপলক্ষে প্রতিদিন ভিন্নভাবে সেজেছেন এই অভিনেত্রী।

সেসব পোস্টে নেটিজেনদের একাংশ নুসরাতের রূপের প্রশংসা করলেও অনেকেই করেছেন সমালোচনা। আবার অনেকে প্রশ্ন তুলেছেন তার ধর্ম নিয়ে। মুসলিম হয়েও কেন শাঁখা-পলা পরেছেন, তা নিয়ে চিন্তার যেন শেষ নেই তাদের! তবে মানুষের কথায় খুব একটা কান দেন না নুসরাত। বরাবরের মতো এবারও তিনি নিশ্চুপ।

বর্তমানে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে চুটিয়ে সংসার করছেন নুসরাত। গত আগস্টে যশের পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। অভিনয়, রাজনীতি, সংসার নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন এই সংসদ সদস্য। ষষ্ঠী থেকে দশমী- প্রতিদিন নতুন নতুন পোশাকে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেরিয়েছেন যশরত। একসঙ্গে মিলে ঢাকও বাজিয়েছেন।

উল্লেখ্য, নুসরাত জাহান মুসলমান হলেও বিয়ে করেছিলেন হিন্দু ধর্মের নিখিল জৈনকে। সেই সংসার অবশ্য ভেঙে গেছে। গত বছরই নিখিলকে ছেড়ে চলে আসেন নুসরাত। তাদের বিবাহবিচ্ছেদের মামলার এখনও মীমাংসা হয়নি।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved