স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে গতকাল প্রস্তুতি ম্যাচে আরব আমিরাত নারী দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী দল। স্বাগতিকদের ওপর রীতিমতো আধিপত্য বিস্তার করে ম্যাচ জিতেছে নিগার সুলতানারা। টাইগ্রেসরা টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের বোলিং তাণ্ডবে ৫৪ রানের ব্যবধানে জয় পেয়েছে।
বাংলাদেশের দেওয়া ১২৪ রানের জবাবে শুরু থেকেই বিপাকে পড়ে আরব আমিরাত। দুর্বল ব্যাটিং লাইনআপ নিয়ে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে কেবল ৭০ রান করতে সক্ষম হয়েছে স্বাগতিক দল। টাইগ্রেসদের হয়ে তিন ওভারে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন লতা মন্ডল।
এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আমিরাতের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় বাংলাদেশ। মুর্শিদা খাতুনের ব্যাট হতে আসে ৩২ রানের ইনিংস।
অধিনায়ক নিগার সুলতানার ব্যাটেও রান এসেছে। ২৫ রানের ইনিংসে দলের সংগ্রহকে এগিয়ে নিয়ে গেছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন সোবহানা। তার ইনিংসটি পাঁচটি চারের মারে সাজানো ছিল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ করে বাংলাদেশ।
আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টায় আয়ারল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগ্রেসরা।