ঢাকা : সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির তৃতীয় শ্রেণির নেতাদের সঙ্গেও জিততে পারবে না আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন গয়েশ্বর। আওয়ামী লীগের ভূত না সরিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেন গয়েশ্বর।
তিনি বলেন, তাদের সৎ সাহস থাকলে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচন দিক।
এসময় নেতাকর্মীদের পদ পদবীর লোভ ত্যাগ করে দলের জন্য কাজ করার আহ্বান জানান বিএনপির সিনিয়র এ নেতা।
তিনি বলেন, এখন সবার একটাই লক্ষ্য হওয়া উচিত। খালেদা জিয়ার জীবদ্দশায় গণতন্ত্র উদ্ধার করে তাকে উপহার দিতে হবে।