শিরোনাম :
‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘ইসরায়েলে কোনো জাহাজ যেতে দেব না’, হুথির হুঁশিয়ারি বিশ্ব মানবাধিকার দিবস আজ সাঁকো থেকে পড়ে তরুণের মৃত্যু নিউজিল্যান্ডের কাছে হেরে সিরিজ ড্র করল টাইগাররা ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই প্রার্থিতা ফিরে পেতে ও বাতিলে ইসিতে ৫৬১ আপিল ‘আ.লীগের লুটপাট-দুর্নীতির কারণে দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি’ গাজায় যুদ্ধবিরতি চায় শতাধিক দেশ মেক্সিকোতে সন্ত্রাসী-গ্রামবাসীর সংঘর্ষে ১১ জন নিহত জনগণ সরকারের নির্বাচনী নাটক রুখে দিবে : সেলিমা রহমান ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা মতিঝিল ও রামপুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, বৈশ্বিক সমস্যা: দুদক চেয়ারম্যান ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না’

আইফেলের সামনে হানসিকাকে বিয়ের প্রস্তাব প্রেমিকের

  • বুধবার, ২ নভেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক: ‘কোই মিল গ্যায়া’ সিনেমায় হৃতিক রোশনের সঙ্গে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন তিনি। ‘টিনা’ চরিত্রে তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। পরবর্তীকালে দক্ষিণী সিনেমাতে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন। কাজ করেছেন বলিউডেও। বলছি হানসিকা মোতওয়ানির কথা।

বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই নায়িকা। তার আগে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে একেবারে সিনেমার কায়দাতেই হানসিকাকে প্রপোজ করেছেন তার বয়ফ্রেন্ড সোহেল কাঠুরিয়া। শোনা যাচ্ছে, আগামী ৪ ডিসেম্বরে রাজস্থানের এক রিসোর্টে বিয়ে করতে চলেছেন তারা।

হানসিকার ছবিতেই ধরা পড়ে, প্যারিসের আইফেল টাওয়ারের সামনে একেবারে সিনেমার কায়দাতেই তাকে প্রপোজ করেছেন বয়ফ্রেন্ড সোহেল কাঠুরিয়া। ভালোবাসার শহরকেই তারা বেছে নিয়েছেন প্রেম নিবেদনের জন্য। আইফেল টাওয়ারকে ব্যাক গ্রাউন্ডে রেখে লাল গোলাপ দিয়ে লিখেছেন, ‘ম্যারি মি’। মোম ও গোলাপের পাপড়ি দিয়ে লাভ সাইন এঁকে তার মধ্যেই ফ্রেমবন্দি হয়েছেন দুই লাভ বার্ডস।

এক হাঁটু মুড়ে হানসিকার সামনে বসেই তাকে বিয়ের প্রস্তাব দেন। হাসিমুখে সেই প্রস্তাব স্বীকার করেন হানসিকা। তাদের মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে দুজনে একে অপরের সঙ্গে কতটা খুশি। এদিন হানসিকার পরনে ছিল সাদা ও সোনালি রঙের মিডি ফ্রক অন্যদিকে সোহেল পরেছিলেন একেবারে ফরমাল কালো ব্লেজার ও সঙ্গে সাদা শার্ট।

ছবি পোস্ট করে হানসিকা লেখেন, ‘এখন ও সারাজীবন’। সোশ্যাল মিডিয়ায় হানসিকাকে শুভেচ্ছা জানিয়েছেন বরুণ ধাওয়ান, এষা গুপ্তা সহ আরও অনেক তারকারা।

সূত্রের খবর, আগামী ৪ ডিসেম্বর হানসিকা মোতওয়ানি ও সোহেল কাঠুরিয়ার বিয়ের আসর বসবে জয়পুরের মুন্ডোতা ফোর্ট অ্যান্ড প্যালেসে। সোহেল পেশায় ব্যবসায়ী। ২ ডিসেম্বর থেকেই শুরু হবে প্রি ওয়েডিং অনুষ্ঠান।

এই দিন আয়োজন করা হয়েছে সুফি নাইটস। ৩ ডিসেম্বর হবে মেহেদি ও সংগীতের অনুষ্ঠান। বিয়ের দিন ভোরে অর্থাৎ ৪ ডিসেম্বর হবে তাদের হলদি। হলদির পরেই বিয়ে। রাতে আয়োজন করা হবে পার্টির, সেই পার্টির থিম হতে চলেছে ক্যাসিনো। যদিও এখনও বিয়ের তারিখ অফিসিয়ালি ঘোষণা করেননি অভিনেত্রী।

সূত্র : জি ২৪ ঘণ্টা

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved