বিনোদন ডেস্ক: দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস মিশে আছে তাঁত শিল্পে। তাঁত শিল্প বলতে প্রথমত ওই শাড়িই বোঝে সবাই। এবার তাঁতের শাড়ি ও তাঁতিদের জীবন নিয়ে অপু বিশ্বাসের প্রযোজনায় তৈরি হতে যাচ্ছে ‘লাল শাড়ি’ নামের একটি সিনেমা। সম্প্রতি সিনেমাটির একটি গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল।
দ্বৈত এ গানটিতে কোনালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কিশোর দাস। এটি সিনেমার টাইটেল সং। গানটি লিখেছেন ‘লাল শাড়ি’র নির্মাতা বন্ধন বিশ্বাস নিজেই। এর সুর ও সংগীত করেছেন ইমন সাহা।
গানটি মূলত বিয়ের গান। ব্যস্ত কোনাল নিয়মিত প্লেব্যাক করছেন। বিভিন্ন ধাঁচের গান গাইছেন। তবে বিয়ের গান এবারই প্রথম গাইলেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিল্মে বিয়ের গান এই প্রথম গাইলাম, তাও অপু দির জন্য তারই প্রযোজিত ছবিতে। বিয়ের নিয়ে এটা সত্যি অন্যরকম গান। ভীষণ মায়ামাখা গান। ইমন দাদার সুর সংগীতে হৃদয় স্পর্শ করার গান। সেখানে আধুনিকতার ছোঁয়া থাকলেও বাংলাদেশের ঐতিহ্যের একটা ব্যাপার আছে। গানটি করে আনন্দ পেয়েছি।’
এ প্রসঙ্গে বন্ধন বিশ্বাস বলেন, “এই গানটি ‘লাল শাড়ি’র টাইটেল গান। এত সুন্দর হয়েছে যে দর্শকই বলবে, এতো চমৎকার এবং ক্লাসিক্যাল গান ফিল্মে কম হয়েছে।”
এর আগে অপু জানিয়েছিলেন, আগামী ২ নভেম্বর টাঙ্গাইলে শুরু হবে ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং। এখানে সাইমন সাদিককে দেখা যাবে রাজু নামের একজন তাঁত শ্রমিকের চরিত্রে। অপু বিশ্বাস তার বিপরীতে অভিনয় করবেন শ্রাবণী হয়ে। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, দোয়েল প্রমুখ।
‘লাল শাড়ি’র মাধ্যমে অপু বিশ্বাস যাত্রা শুরু করেছেন প্রযোজক হিসেবে। সরকারি অনুদানের এই সিনেমা দিয়েই প্রযোজনায় হাতেখড়ি হচ্ছে তার।