শিরোনাম :
পিয়াজের দাম বাড়ছে মিনিটে মিনিটে গাজার ১০৪ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল ‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘ইসরায়েলে কোনো জাহাজ যেতে দেব না’, হুথির হুঁশিয়ারি বিশ্ব মানবাধিকার দিবস আজ সাঁকো থেকে পড়ে তরুণের মৃত্যু নিউজিল্যান্ডের কাছে হেরে সিরিজ ড্র করল টাইগাররা ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই প্রার্থিতা ফিরে পেতে ও বাতিলে ইসিতে ৫৬১ আপিল ‘আ.লীগের লুটপাট-দুর্নীতির কারণে দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি’ গাজায় যুদ্ধবিরতি চায় শতাধিক দেশ মেক্সিকোতে সন্ত্রাসী-গ্রামবাসীর সংঘর্ষে ১১ জন নিহত জনগণ সরকারের নির্বাচনী নাটক রুখে দিবে : সেলিমা রহমান ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা মতিঝিল ও রামপুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

অপুর ‘লাল শাড়ি’ সিনেমায় গাইলেন কোনাল

  • সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক: দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস মিশে আছে তাঁত শিল্পে। তাঁত শিল্প বলতে প্রথমত ওই শাড়িই বোঝে সবাই। এবার তাঁতের শাড়ি ও তাঁতিদের জীবন নিয়ে অপু বিশ্বাসের প্রযোজনায় তৈরি হতে যাচ্ছে ‘লাল শাড়ি’ নামের একটি সিনেমা। সম্প্রতি সিনেমাটির একটি গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল।

দ্বৈত এ গানটিতে কোনালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কিশোর দাস। এটি সিনেমার টাইটেল সং। গানটি লিখেছেন ‘লাল শাড়ি’র নির্মাতা বন্ধন বিশ্বাস নিজেই। এর সুর ও সংগীত করেছেন ইমন সাহা।

গানটি মূলত বিয়ের গান। ব্যস্ত কোনাল নিয়মিত প্লেব্যাক করছেন। বিভিন্ন ধাঁচের গান গাইছেন। তবে বিয়ের গান এবারই প্রথম গাইলেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিল্মে বিয়ের গান এই প্রথম গাইলাম, তাও অপু দির জন্য তারই প্রযোজিত ছবিতে। বিয়ের নিয়ে এটা সত্যি অন্যরকম গান। ভীষণ মায়ামাখা গান। ইমন দাদার সুর সংগীতে হৃদয় স্পর্শ করার গান। সেখানে আধুনিকতার ছোঁয়া থাকলেও বাংলাদেশের ঐতিহ্যের একটা ব্যাপার আছে। গানটি করে আনন্দ পেয়েছি।’

এ প্রসঙ্গে বন্ধন বিশ্বাস বলেন, “এই গানটি ‘লাল শাড়ি’র টাইটেল গান। এত সুন্দর হয়েছে যে দর্শকই বলবে, এতো চমৎকার এবং ক্লাসিক্যাল গান ফিল্মে কম হয়েছে।”

এর আগে অপু জানিয়েছিলেন, আগামী ২ নভেম্বর টাঙ্গাইলে শুরু হবে ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং। এখানে সাইমন সাদিককে দেখা যাবে রাজু নামের একজন তাঁত শ্রমিকের চরিত্রে। অপু বিশ্বাস তার বিপরীতে অভিনয় করবেন শ্রাবণী হয়ে। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, দোয়েল প্রমুখ।

‘লাল শাড়ি’র মাধ্যমে অপু বিশ্বাস যাত্রা শুরু করেছেন প্রযোজক হিসেবে। সরকারি অনুদানের এই সিনেমা দিয়েই প্রযোজনায় হাতেখড়ি হচ্ছে তার।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved