রীতেশ কর্মকার (শেরপুর প্রতিনিধি): শেরপুর জেলার নকলা উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ ১২ ই ডিসেম্বর রবিবার ধনাকুশা নদীর পাড়ে এই যুবকের লাশ উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায় স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় বস্ত্রহীন এক যুবকের গলাকাটা লাশ দেখতে পায় পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ মুশফিকুর রহমান জানান লাশের সঙ্গে থাকা রক্ত মাখা রুমাল গামছা ও অন্যান্য জিনিস সংগ্রহ করা হয়েছে কিন্তু নিহতের কোন পরিচয় জানা যায়নি। ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পরে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।