শিরোনাম :
রাখাইনে জান্তার আরেক ব্যাটালিয়ন দপ্তর আরাকান আর্মির দখলে বিএনপি নেতারা বহাল তবিয়তে ব্যবসা-বাণিজ্য করছেন: কাদের মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল তরুণের ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে শিশুর মৃত্যু বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্যের ডাক বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ ভোট ডাকাত সরকারকে প্রকাশ্যে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায় সঙ্গত: রিজভী চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার আরও কমলো রিজার্ভ ঢাবির বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, আন্দোলনে আমরা বিজয়ী হবো: ফখরুল একনেকে ১১ প্রকল্প অনুমোদন একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

রীতেশ কর্মকার, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার পঞ্চম শ্রেণির এক শিশু (১৩) শিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামি শুভ মিয়াকে (১৮) গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

শ‌নিবার (১৬ অক্টোবর) রাতে ওই আসামিকে তার এলাকা জালকাটায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীর নাম শুভ মিয়া (১৮) সে ঐ এলাকার ইয়াছিনের ছেলে।

সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর বাবা শহিদ শেখ তার স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন। আর তাদের ১৩ বছরের কন্যাকে তার শ্বশুরবাড়িতে রেখেছিলেন, শিশুর নানীর কাছে।

এদিকে ওই শিক্ষার্থী স্কুলে যাতায়াতের সময় বিভিন্নভাবে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত শুভ মিয়া।

গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই শিশু টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এসময় বাড়ির পাশে ওঁৎ পেতে থাকা শুভ মিয়া শিক্ষার্থীর মুখ চেপে ধরে পাশের বাঁশঝাড়ের নিচে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই শিশুর বাবা শহিদ শেখ (৩৫) বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে গত রোববার (২৬ সেপ্টেম্বর) শ্রীবরদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এতে প্রধান আসামী করা হয় জালকাটা এলাকার ইয়াছিনের ছেলে শুভ মিয়াকে। মামলার পর থেকে আসামি শুভ মিয়া পলাতক ছিল। শনিবার রাতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নির্দেশে শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এস.আই তাহেরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জালকাটা এলাকায় অভিযান চালিয়ে শুভ মিয়াকে গ্রেপ্তার করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস মুঠোফোনে বলেন, প্রধান আসামি শুভ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved