শিরোনাম :
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্যের ডাক বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ ভোট ডাকাত সরকারকে প্রকাশ্যে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায় সঙ্গত: রিজভী চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার আরও কমলো রিজার্ভ ঢাবির বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, আন্দোলনে আমরা বিজয়ী হবো: ফখরুল একনেকে ১১ প্রকল্প অনুমোদন একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত গাজার বর্বরতাকে ইসরায়েলি ‘গণহত্যা’ বলায় জাতিসংঘের দূতকে হুমকি শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি যুক্তরাজ্যে ৮০ লাখ মানুষের চাকরি হারানোর শঙ্কা টেকনাফ থেকে আবারও ৮ জনকে অপহরণ

ভারতে আবারও মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত

  • শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মিগ-২১ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় যুদ্ধবিমানটির পাইলট নিহত হয়েছেন। নিহত পাইলটের নাম উইং কমান্ডার হারশিত সিনহা।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশটির রাজস্থান রাজ্যের জয়সালমিরের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানের জয়সালমিরের ওয়েস্টার্ন সেক্টরে মিগ-২১ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের বিষয়ে জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় বিমান বাহিনী নিহত পাইলট উইং কমান্ডার হারশিত সিনহার পরিবারের পাশে আছে টুইটে জানানো হয়েছে।

হিন্দুস্তান টাইমস বলছে, ১৯৬৩ সালে প্রথম সিঙ্গল ইঞ্জিনের মিগ যুদ্ধবিমান হাতে পেয়েছিল ভারতীয় বিমান বাহিনী। তবে এই মিগ বিমানকে ঘিরে বার বারই নানা প্রশ্ন উঠেছে। শুক্রবারের ঘটনাসহ চলতি বছরে এ নিয়ে ৫টি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার বিধ্বস্ত হওয়া বাইসন হচ্ছে মিগ-২১ সিরিজের সর্বাধুনিক বিমান। মিগ-২১ বাইসন এয়ারক্রাফটের চারটি স্কোয়াড্রন পরিচালনা করে ভারতীয় বিমান বাহিনী। একটি স্কোয়াড্রনে অন্তত ১৬-১৮টি যুদ্ধবিমান থাকে। ১৯৬৩ সালে প্রথম সিঙ্গল ইঞ্জিনের মিগ যুদ্ধবিমান হাতে পায় ভারত।

অবশ্য এসব মিগ যুদ্ধবিমানকে ঘিরে বার বারই নানা প্রশ্ন উঠেছে। কেন বার বার বিধ্বস্তের ঘটনা ঘটছে এই মিগ বিমান তা নিয়েও বড় প্রশ্ন উঠছে। তবে এদিনের ঘটনা সেই প্রশ্নকেই আরো একবার জোরালোভাবে সামনে আনলো। মিগ বিমানের নিরাপত্তা কতটা রয়েছে তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

ভারতে এখন পর্যন্ত প্রায় ৪০০ মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গত ৬ দশকে অন্তত ২০০ পাইলট নিহত হয়েছেন। ভারতের এই মিগ-২১ যুদ্ধবিমানকে ‘ফ্লাইং কফিন’ (উড়ন্ত কফিন) ও ‘উইডো মেকার’ (বিধবা বানানোর মেশিন) হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved