শিরোনাম :
রাখাইনে জান্তার আরেক ব্যাটালিয়ন দপ্তর আরাকান আর্মির দখলে বিএনপি নেতারা বহাল তবিয়তে ব্যবসা-বাণিজ্য করছেন: কাদের মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল তরুণের ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে শিশুর মৃত্যু বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্যের ডাক বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ ভোট ডাকাত সরকারকে প্রকাশ্যে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায় সঙ্গত: রিজভী চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার আরও কমলো রিজার্ভ ঢাবির বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, আন্দোলনে আমরা বিজয়ী হবো: ফখরুল একনেকে ১১ প্রকল্প অনুমোদন একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বড় পতন থেকে রক্ষা পেল পুঁজিবাজার

  • বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

ঢাকা : শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ জানুয়ারি) পুঁজিবাজারে হয়েছে। এ দিন ব্যাংক-বিমা খাতের শেয়ার দাম কমলেও আর্থিক প্রতিষ্ঠান এবং বস্ত্র খাতের শেয়ারের দাম বেড়েছে। আর তাতে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার।

দিনভর সূচক উঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে দশমিক ১৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩৮ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। তবে আগের দিন (মঙ্গলবার) বিক্রেতা চেয়ে ক্রেতার চাহিদা বেশি থাকায় পুঁজিবাজারে উত্থান হয়েছিল।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার ডিএসইতে ৩৭১টি প্রতিষ্ঠানের ২২ কোটি ৫২ লাখ ৪০ হাজার ৯৪০টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৫৭টির; অপরিবর্তিত রয়েছে ৬৬টির দাম।

এদিন ডিএসইর প্রধান সূচক দশমিক ১৩ পয়েন্ট কমে ৭ হাজার ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে দশমিক ৫২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ১দশমিক ১৭ পয়েন্ট।

ডিএসইতে বুধবার লেনদেন হয়েছে ১ হাজার ১১৫ কোটি ৭৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১১৭ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এরপর ছিল বিএসসি, মতিন স্পিনিং, আরএকে সিরামিক, ওরিয়ন ফার্মা, এশিয়া ইন্স্যুরেন্স, জিপিএসইচ ইস্পাত, অগ্নি সিস্টেম, পাওয়ার গ্রিড এবং সোনালী পেপার লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে ২০ হাজার ৫৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৩টির; অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৪ লাখ ৬৫ হাজার ৩১২ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৫ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ১৫৫ টাকার শেয়ার।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved