শিরোনাম :
ভিকারুননিসায় আরও ৩৬ ছাত্রীর ভর্তি জালিয়াতির তথ্য ফাঁস গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ জনের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৪৫ রাখাইনে জান্তার আরেক ব্যাটালিয়ন দপ্তর আরাকান আর্মির দখলে বিএনপি নেতারা বহাল তবিয়তে ব্যবসা-বাণিজ্য করছেন: কাদের মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল তরুণের ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে শিশুর মৃত্যু বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্যের ডাক বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ ভোট ডাকাত সরকারকে প্রকাশ্যে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায় সঙ্গত: রিজভী চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার আরও কমলো রিজার্ভ ঢাবির বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ

ব্রুজকে উড়িয়ে দিল পিএসজি

  • বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে উজ্জীবিত পারফরম্যান্স উপহার দিল পিএসজি। আলো ছড়ালেন আক্রমণভাগের দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। ক্লাব ব্রুজকে উড়িয়ে গ্রুপ পর্ব শেষ করল মাওরিসিও পচেত্তিনোর দল। প্যারিসে মঙ্গলবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে আগেই নকআউটের টিকেট নিশ্চিত করা পিএসজি।

ব্রুজের বিপক্ষে প্রথম ৭ মিনিটের মধ্যেই এমবাপের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই মুঠোয় নেয় পিএসজি। প্রথম গোলটা আসে ৭০ সেকেন্ডে। বাম দিক থেকে নুনো মেন্দেসের শট পাঞ্চ করে ক্লিয়ার করতে চেয়েছিলেন ব্রুজ গোলরক্ষক সিমোন মিনোলে। কিন্তু বল চলে যায় ছয় গজ বক্সের বাইরে এমবাপের কাছে। ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।

চ্যাম্পিয়ন্স লিগে এটি এমবাপের ৩০তম গোল। প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী (২২ বছর ৩৫২ দিন) খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন বিশ্বকাপ জয়ী তারকা। আগের রেকর্ডটা ছিল মেসির, ২৩ বছর ১৩১ দিন বয়সে ৩০ গোল করেছিলেন সাবেক বার্সেলোনা তারকা।

একটু পরই গোলের সংখ্যাটা বাড়িয়ে নেন এমবাপে। আঞ্জেল ডি মারিয়ার ক্রসে ডি-বক্সে প্রথম স্পর্শে ভলিতে বল জালে পাঠান ২২ বছর বয়সী এ ফুটবলার। ১২ মিনিটে ব্যবধান আরও বাড়তে পারত। মেসির পাস থেকে ডি মারিয়ার শট ঠেকান সাবেক লিভারপুল গোলরক্ষক মিনোলে।

২৪তম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় ব্রুজ। সিসে সান্দ্রার শট পা দিয়ে ফিরিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। একটু পর পাঁচ মিনিটের মধ্যে মেসির দুটি প্রচেষ্টা রুখে দেয় সফরকারীরা। প্রথমটায় শট নিতে একটু দেরি করে ফেলেন আর্জেন্টাইন তারকা। কর্নারের বিনিময়ে রক্ষা করেন ডিফেন্ডার মাতা। পরের শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।

৩৮তম মিনিটে মেসিকে আর আটকে রাখতে পারেনি ব্রুজ। চমৎকার গোলে স্কোরলাইন ৩-০ করেন রেকর্ড সাতবারের বর্ষসেরা ফুটবলার। এমবাপের পাস ধরে একটু এগিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।

বিরতির আগে হ্যাটট্রিকের সুযোগ আসে এমবাপের সামনে। মেসির পাস ধরে ওয়ান-অন-ওয়ানে উড়িয়ে মেরে হতাশ করেন তিনি।

৬৪তম মিনিটে দি মারিয়ার শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। তিন মিনিট পরই ব্যবধান কমায় ব্রুজ। সতীর্থের পাস ধরে গোলটি করেন অরক্ষিত বেলজিয়ান মিডফিল্ডার মাটস রিটস। ৭৬তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান আবার বাড়িয়ে নেন মেসি। তিনি নিজেই প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

শেষ দিকে এমবাপেকে তুলে নিয়ে মাউরো ইকার্দিকে নামান পিএসজি কোচ। তবে আর গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কেউ।

৬ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে পিএসজি। ৭ পয়েন্ট নিয়ে তিনে থাকা লাইপজিগ নিশ্চিত করেছে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা। ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে ক্লাব ব্রুজ।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved