শিরোনাম :
রাখাইনে জান্তার আরেক ব্যাটালিয়ন দপ্তর আরাকান আর্মির দখলে বিএনপি নেতারা বহাল তবিয়তে ব্যবসা-বাণিজ্য করছেন: কাদের মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল তরুণের ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে শিশুর মৃত্যু বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্যের ডাক বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ ভোট ডাকাত সরকারকে প্রকাশ্যে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায় সঙ্গত: রিজভী চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার আরও কমলো রিজার্ভ ঢাবির বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, আন্দোলনে আমরা বিজয়ী হবো: ফখরুল একনেকে ১১ প্রকল্প অনুমোদন একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বিদেশে টাকা পাচার সংস্কৃতি আ:লীগ চালু করেছে : রিজভী

  • রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী বলছেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি।’ আর প্রধানমন্ত্রীর স্বামী তার বইয়ে লিখেছেন, ‘একজন মেজর (জিয়াউর রহমান) স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, তখন আমি ও শেখ হাসিনা একসাথে সেই ঘোষণা শুনলাম।’ আমার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী মিথ্যা বলছেন, নাকি তার স্বামী মিথ্যা বলছেন? এটা আগে ক্লিয়ার করা দরকার। এটা যদি আগে ক্লিয়ার করা হয় তবে আমার মনে হয় অন্য বিষয় পরে কথা বলা যাবে।

তিনি বলেছেন, সরকারের পক্ষ থেকে আজ মিথ্যা কথা বলা হচ্ছে। দেশের শ্রেষ্ঠ বীরদের অপমান করা হচ্ছে। আজ প্রশ্ন তোলা হচ্ছে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন কিনা? যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিলেন তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন? যার সহধর্মিনী বারবার গণতন্ত্রের জন্য লড়াই করে গণতন্ত্রকে রক্ষা করেছেন, তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন? জাতি আপনাদেরকে ঘৃণার চোখে দেখছে।

রবিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাবেক ছাত্রনেতা আনসার আলী খান জয়ের অকাল মুত্যুতে আয়োজিত শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই শীর্ষনেতা বলেন, ‘বিদেশে টাকা পাচার করার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছে, এখান থেকে বাঁচার জন্য বিরোধী দলকে দমন করার এমন কোন পদ্ধতি নাই যে তারা করেন নাই। তাই আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে যাতে কেউ গুজব ছড়াতে না পারে, তার জন্য এক লক্ষ অনলাইন অ্যাক্টিভিস্টের একটি প্ল্যাটফরম তারা তৈরি করেছে। এটা দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য।

কিন্তু কিসের গুজব? দিনের ভোট রাতে করবেন, এগুলোকে কি গুজব বলবেন? আর সেগুলো ঠেকানোর জন্য এই প্লাটফর্ম তৈরি করছেন? ভোটকেন্দ্রের সঠিক তথ্য যাতে সাংবাদিকরা প্রচার করতে না পারে, তার জন্য এই এক লক্ষ অ্যাক্টিভিস্টকে দিয়ে কাজ করাবেন সত্যকে ঢাকার জন্য।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেব আপনি আপনার এক বক্তব্যে বলেছেন, ‘বিএনপি আন্দোলন হলে ঘরে বসে থাকে।’ আপনার বক্তব্য সঠিক। কিন্তু আপনার বক্তব্য থেকে একটি শব্দ ছুটে গেছে। সেই শব্দটা হলো ‘লাল ঘরে’ বসে থাকে। ঘরের আগে ‘লাল’ শব্দটা বসবে। কারণ আন্দোলনের কর্মসূচী দেয়ার সাথেসাথে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পযন্ত কাউকে আপনারা ঘরে থাকতে দেন না, গ্রেফতার করেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘ওবায়দুল কাদের এর আগে বলেছেন, বিএনপি শুধু আন্দোলনের বিলাস করে। ওবায়দুল কাদের সাহেব বিলাস আমরা করছি? আপনি কি দেখেছেন, ছাত্রদলের এক ছেলের পায়ে গুলি করে কিভাবে পঙ্গু করা হয়েছে। আপনি কি দেখেছেন, গুলি করে একজনের পেটের একাংশ ছিঁড়ে ফেলা হয়েছে। আপনি কি দেখেছেন, গুম ও বিচার বহিঃর্ভূত হত্যার শিকার কত ছেলের মায়ের হাহাকার আর আর্তনাদ।

তাদের বিরুদ্ধে আপনারা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে গুম, খুন করিয়েছেন। আর সেখানে আপনি বলছেন আন্দোলনের বিলাস করছি। আসল কথা হলো এত অত্যাচার, নির্যাতন, মামলা, হামলার পরেও সরকার স্বস্তি পাচ্ছে না। সরকার জাতীয়তাবাদী শক্তির অগ্রযাত্রা সহ্য করতে পারছে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের কথা উল্লেখ করে দলটির এই মুখপাত্র বলেন, তারেক রহমান চাইলে লন্ডনে আরাম-আয়েশে বসবাস করতে পারতেন। কিন্তু তিনি দলকে শক্তিশালী করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আসুন আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করি।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা আবুল খায়ের ভূইয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান প্রমুখ বক্তব্য দেন।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved