শিরোনাম :
মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল তরুণের ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে শিশুর মৃত্যু বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্যের ডাক বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ ভোট ডাকাত সরকারকে প্রকাশ্যে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায় সঙ্গত: রিজভী চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার আরও কমলো রিজার্ভ ঢাবির বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, আন্দোলনে আমরা বিজয়ী হবো: ফখরুল একনেকে ১১ প্রকল্প অনুমোদন একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত গাজার বর্বরতাকে ইসরায়েলি ‘গণহত্যা’ বলায় জাতিসংঘের দূতকে হুমকি শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি

বাবার ইচ্ছাতেই বাংলাদেশে খেলবেন হামজা!

  • সোমবার, ১০ অক্টোবর, ২০২২

স্পোর্টস ডেস্ক : লাল-সবুজের জার্সিতে খেলতে প্রস্তুত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। এরইমধ্যে বাফুফের সঙ্গে কথাও বলেছেন তার বাবা গোলাম মোর্শেদ চৌধুরী। বিশ্বমঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারলে, সেটা সবচেয়ে বড় পাওয়া হবে বলে সংবাদমাধ্যমকে জানান হামজা। দেশের নারী ফুটবলের জয়গানের খবরও রেখেছেন হামজা। এ ফুটবলাররা অনেক দূর এগিয়ে যাবে বলেও আশা তার। জামাল ভূঁইয়াদের অনেক ম্যাচের হাইলাইটসও টিভিতে দেখেছেন বলে জানান হামজা।

কয়েক দিন আগেই স্কাই স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। সে সময় অবশ্য কিছুদিন সময় চেয়েছিলেন আগামী দু’বছর তার ফর্ম কেমন থাকে তা দেখার আশায়।

তবে, ততদিন আর অপেক্ষা করত চান না হামজা। এবার তার স্বপ্ন আলোর মুখ দেখছে। লেস্টার সিটি থেকে ধারে ওয়াটফোর্ডে খেলা এই মিডফিল্ডার নিজেই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে নাকি এরই মধ্যে যোগাযোগ করেছেন তার বাবা গোলাম মোর্শেদ চৌধুরী।

কেন নিজ দেশ ইংল্যান্ডকে ছেড়ে বাংলাদেশে খেলার সিদ্ধান্ত? হামজা চৌধুরী বলেন, ‘শেকড়ের টানে বাংলাদেশের হয়ে খেলতে চাই আমি। আমার বাবার খুব আগ্রহ আমি বাংলাদেশের জার্সিতে খেলি। এরইমধ্যে ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেছেন আমার বাবা। আলোচনাও হয়েছে দুই পক্ষের মাঝে। আমার ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে পারলে আমি খুশি হবো। নভেম্বরে বাংলাদেশে আসার ইচ্ছা আছে আমার।’

সম্প্রতি হিমালয় জয় করে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ইংল্যান্ডে বসেও নারী দলের খবর ঠিকই রেখেছেন হামজা। বলেন, ‘আমি শুনেছি ওরা দারুন খেলেছে। ওদের অর্জন দেশকে সম্মানিত করেছে। নারীরা আরও এগিয়ে যাবে আশা করি।’

বাংলাদেশের হয়ে খেলবেন। বাংলাদেশ দলের কোন ম্যাচ কি কখনও দেখেছেন? বাংলাদেশি বংশোদ্ভুত এই ইংলিশ ফুটবলার বলেন, ‘আমি বাংলাদেশের দলের অনেক ম্যাচের হাইলাইটস দেখেছি। আমার কাছে বেশ ভাল লেগেছে।’

২০১৫ লেস্টার সিটিতে যোগ দেন হামজা চৌধুরী। একটি গোলও আছে ফক্সেদের হয়ে তার। এরপর বারটন অ্যালবিয়নের হয়ে ধারে খেলেছেন। সেখান থেকে এ মৌসুমে এসেছেন ওয়াটফোর্ডে। এ ক্লাবের হয়ে বেশ ভাল খেলছেন হামজা। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেছেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved