শিরোনাম :
রাখাইনে জান্তার আরেক ব্যাটালিয়ন দপ্তর আরাকান আর্মির দখলে বিএনপি নেতারা বহাল তবিয়তে ব্যবসা-বাণিজ্য করছেন: কাদের মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল তরুণের ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে শিশুর মৃত্যু বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্যের ডাক বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ ভোট ডাকাত সরকারকে প্রকাশ্যে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায় সঙ্গত: রিজভী চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার আরও কমলো রিজার্ভ ঢাবির বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, আন্দোলনে আমরা বিজয়ী হবো: ফখরুল একনেকে ১১ প্রকল্প অনুমোদন একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

পূজামণ্ডপে যে ঘটনা ঘটেছে সেটা সরকারের নানা গেমের মধ্যে একটা: রিজভী

  • রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

ঢাকা : কুমিল্লাসহ দেশের নানা স্থানে পূজামণ্ডপে যে ঘটনা ঘটেছে সেটা সরকারের নানা গেমের মধ্যে এগুলোও একটা গেম বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর পলিসি হলো, বহির্বিশ্বকে বুঝানো যে, আমিই একমাত্র অসাম্প্রদায়িক রাজনীতি আর বিএনপি হলো সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়। এটা আন্তর্জাতিক মহলকে বুঝানোর জন্য নানা ধরনের অসদুপায় গ্রহণ করেন তারা। গোপনে সাম্প্রদায়িক হামলা করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা চালায়। এটাই হল তার রাজনৈতিক পলিসি।

রবিবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি একথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, মানুষ বিশ্বাস করে কুমিল্লাসহ দেশের নানা স্থানে পূজামণ্ডপের যে ঘটনা ঘটেছে এটা সরকারের নানা গেমের মধ্যে এটাও একটা গেম। জনগণ যাতে আমার দিকে না তাকায় আমার ব্যর্থতা গুলো না দেখে এই কারণে এই ঘটনা ঘটানো হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় প্রতিমা মূর্তি ভাঙ্গার ঘটনা আমরা দেখিনি। অথচ বিএনপিকে সাম্প্রদায়িকতার সাথে, বিএনপিকে জঙ্গিবাদের সাথে দায় চাপানোর এমন কোন চেষ্টা নেই, যা এই সরকার করেনি।

বিএনপির এই মুখপাত্র বলেন, আমরা বিএনপির সঙ্গে যারা আছি, প্রত্যেকেই সমমনা। আমরা যে রাজনৈতিক দলই করি না কেন, আমরা সমমনা। আমরা যেকোনো ধর্মের মানুষ হতে পারি, মসজিদে কিংবা মন্দিরে যেতে পারি। কিন্তু আমরা মানবিকতার কথা বলি। আমরা মানবিকতায় বিশ্বাস করি। শুতরাং আমরাই হল সবচেয়ে বড় অসম্প্রদায়ীক দল।

রিজভী আরও বলেন, আমরা সব ধর্মের মানুষ যুগের পর যুগ মিলেমিশে একসঙ্গে বসবাস করছি। আমাদের সময়ে আমরাও পূজায় অংশ নিয়েছি। হিন্দুরা আমাদের সমাদর করেছে। বর্তমান সরকার এসেই এ সম্পীতি নষ্ট করেছে।

বৈঠকে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved