শিরোনাম :
ভিকারুননিসায় আরও ৩৬ ছাত্রীর ভর্তি জালিয়াতির তথ্য ফাঁস গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ জনের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৪৫ রাখাইনে জান্তার আরেক ব্যাটালিয়ন দপ্তর আরাকান আর্মির দখলে বিএনপি নেতারা বহাল তবিয়তে ব্যবসা-বাণিজ্য করছেন: কাদের মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল তরুণের ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে শিশুর মৃত্যু বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্যের ডাক বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ ভোট ডাকাত সরকারকে প্রকাশ্যে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায় সঙ্গত: রিজভী চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার আরও কমলো রিজার্ভ ঢাবির বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

  • রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের কোনো ম্যাচ নেই আজ। তবে আগের দুই ম্যাচে দারুণ দাপট দেখিয়েই জিতেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। তাতে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছিল রাকিবুল হাসানের দল। শ্রীলঙ্কা-নেপাল ম্যাচের পর নিশ্চিতই হয়ে গেল সেটি। এই ম্যাচে ৬০ রানে জিতেছে লঙ্কান যুবারা।

বি গ্রুপে সব দলের দুইটি করে ম্যাচ শেষে সমান ৪ পয়েন্ট রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। নেপাল ও কুয়েত খুলতে পারেনি পয়েন্টের খাতা। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলবে সেমিফাইনালে। আর বাকি দুই দল নিজেদের শেষ ম্যাচে জিতলেও তাদের পয়েন্ট হবে দুই।

রোববার আগে ব্যাট করে নেপালের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ৩২২ রান করে শ্রীলঙ্কা। দলটির পক্ষে সেঞ্চুরি করেন দুই ব্যাটসম্যান। ১২৬ বলে ১১১ রান করেন ওপেনার চামিন্দু বিক্রামানসিংহে। ১১৯ বলে ১৩১ রান আসে শাদিসা রাজাপাকশের ব্যাট থেকে। নেপালের পক্ষে দুই উইকেট নেন মোহাম্মদ আদিল আলম।

জবাব দিতে নেমে ২৬২ রানে অলআউট হয়েছে নেপাল। ৮০ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন আর্জুন সৌদ। আর কোনো ব্যাটসম্যান ফিফটি করতে পারেননি। শ্রীলঙ্কার পক্ষে তিন উইকেট করে নেন মাথিসা পাথিরানা ও রাবিন ডি সিলভা।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ১৫৪ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। ওই ম্যাচে সেঞ্চুরি করেন প্রান্তিক নওরোজ নাবিল। এরপর কুয়েতের বিপক্ষে মাহফিজুল ইসলামের সেঞ্চুরিতে টাইগার যুবারা জেতে ২২৭ রানের বিশাল ব্যবধানে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved